পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১।

পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; শরীয়তপুর : শরীয়তপুরে মাঝিরঘাট এলাকায় পদ্মা নদীতে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

নিহত পিকআপ চালকের নাম মো. খোকন (৪০)। তার গাড়ি ছিলো ফেরি সুফিয়া কামালে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি রুটের শরীয়তপুরের জাজিরার কাছে শনিবার (১৮ জুন) রাত ৩টার দিকে যাত্রীবাহী ফেরি বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামালের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে গেছে বেগম রোকেয়ায় থাকা ৫টি গাড়ি।

এ সময় একজন চালক পদ্মায় ছিটকে পড়ে এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে ফেরি দুটি ঘাটে নোঙর করতে পেরেছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, বেগম রোকেয়া মাঝিকান্দি থেকে শিমুলিয়ার উদ্দেশে আসছিলো। আর সুফিয়া কামাল শিমুলিয়া থেকে মাঝিকান্দি যাচ্ছিলো। রাত ৩টার দিকে ফেরি সুফিয়া কামাল ও বেগম রোকেয়ার জাজিরা প্রান্তের পদ্মা নদীতে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা গাড়িগুলো একটি আরেকটির সঙ্গে ধাক্কা খায়। বেগম রোকেয়া ফেরিতে পাশাপাশি দুটি গাড়ি একে অপরকে ধাক্কা দিলে মাঝে দাঁড়িয়ে থাকা মো. খোকন চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ফেরি দুটি নিজ নিজ গন্তব্যে ফিরে গেছে। আহতদেরকে অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেরির যাত্রীরা জানিয়েছেন, পদ্মা নদীর তীব্র স্রোতের মধ্য দিয়ে চলাচল করছিলো ফেরি। শিমুলিয়া থেকে মাঝিরকান্দির দিকে আসছিলো ফেরি বেগম রোকেয়া। ওই সময় মাঝিরকান্দি ঘাট থেকে শিমুলিয়ায় যাচ্ছিলো সুফিয়া কামাল। স্রোতের কারণে দুই ফেরির নিয়ন্ত্রণ রাখতে পারেন নি চালকেরা। এতে মুখোমুখি সংঘর্ষ হয়।