পানছড়িতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সরাসরি কৃষক ও মিলারদের নিকট থেকে ন্যায্যমূল্যে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হলো।
রোববার (২৮ মে) দুপুরে পানছড়ি উপজেলা খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ।
এ সময় পানছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কফিল উদ্দিন, পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম মজুমদার, পানছড়ি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনি শংকর চাকমা, পানছড়ি উপ-খাদ্য পরিদর্শক ইসমাইল হোসেনসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বাবুড়াপাড়া গ্রামের কৃষক তুষ্টমনি চাকমা, পানছড়ি সদর ইউনিয়নের দমদম গ্রামের মনির হোসেন সরকারি গুদামে বাজার দরের তুলনায় ভালো দামে ধান বিক্রয় করতে পারায় সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
পানছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কফিল উদ্দিন বাঙলার কাগজকে জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৯০ মেট্রিক টন ধান ৩০ টাকা কেজি মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে।