পাপুয়া নিউগিনিতে ৭, রাশিয়ায় ৬.৯ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউগিনিতে ৭, রাশিয়ায় ৬.৯ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনিতে আঘাত হেনেছে ৭ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প। আর রাশিয়ায় আঘাত হেনেছে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প।

পাপুয়া নিউগিনি : পাপুয়া নিউগিনির স্থানীয় সময় সোমবার (৩ এপ্রিল) ভোরের দিকে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে আঘাত হানে একটি ভূমিকম্প।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো উপকূলীয় শহর ওয়েওয়াক থেকে ৯৭ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিলো ভূপৃষ্ঠ থেকে ৬২ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় ভোর ৪টার কিছুক্ষণ পরেই আঘাত হানে এটি।

তবে ভূমিকম্পটি প্রবল শক্তিশালী হলেও এর জন্য কোনও সুনামি সতর্কতা জারি করা হয় নি।

ইউএসজিএস বলেছে, ভূমিকম্পের ফলে নরম মাটি আলগা হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। যদিও এলাকাটি খুবই কম জনবসতিপূর্ণ।

রাশিয়ায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প : রাশিয়ায় ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায় নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার জরুরিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (৩ এপ্রিল) রাশিয়ার পূর্ব উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পের কারণে কোনও জলোচ্ছ্বাস হয় নি। 

এ ছাড়া তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যায় নি।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, রাশিয়ার রাজধানী মস্কো থেকে পূর্বে ৬ হাজার ৮ শ কিলোমিটার দূরে অবস্থিত কামচাকা উপদ্বীপের কিছু স্থাপনা হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বিভিন্ন বিপণিবিতানের সামনে বোতল এলোমেলো হয়ে পড়ে আছে। তবে বড় ধরনের কোনও ধ্বংসস্তুপ দেখা যায় নি।

জরুরিবিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী সদস্যরা স্থাপনাগুলো পরীক্ষা করে দেখছেন। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায় নি।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেস জিওগ্রাফিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটি ৬ দশমিক ৯ মাত্রার ছিলো। তবে ইউরোপিয়ান মেডিটেররেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে, এটি ছিলো ৬ দশমিক ৬ মাত্রার।