পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতা। আগুনে পুড়ে ১০ জনের মৃত্যু!

পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতা। আগুনে পুড়ে ১০ জনের মৃত্যু!
ডন প্রতিবেদন : ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের এক নেতা খুন হওয়ার পর রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে আগুনে পুড়েছে কয়েকটি বাড়ি। পুড়ে যাওয়া সেসব বাড়ি থেকে এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। সোমবার (২১ মার্চ) রামপুরহাট পৌরসভার বগটুই গ্রামে রাজনৈতিক ভয়াবহ সহিংসতার এই ঘটনা ঘটে। আজ বুধবারও (২৩ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ওইদিন সন্ধ্যায় বগটুই গ্রামে রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা ভাদু শেখ খুন হওয়ার কিছুক্ষণ পরই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। এই ঘটনারসঙ্গে জড়িতদের এখনও শনাক্ত করা যায় নি বলেই জানিয়েছে পুলিশ। বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে বলেন, নিহত ভাদু শেখের বাড়ি বগটুই গ্রামে। ‘সোমবার সন্ধ্যার দিকে গ্রামের স্থানীয় একটি চায়ের দোকানে তিনি বসেছিলেন। সে সময় একদল দুষ্কৃতিকারী ওই চায়ের দোকানে তাঁকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।’ বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় ভাদু শেখকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর বগটুই গ্রামে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অগ্নিসংযোগের ঘটনাও ওই সময়ই ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।