ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর-ভাঙচুর!

ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর-ভাঙচুর!

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; রিফাত ইসলাম, ফরিদপুর : ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফাতেমা বেগম লিপি নামে এক নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। পাশাপাশি দলবদ্ধভাবে বসতবাড়িতে ঢুকে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুটেরও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলাও হয়েছে।

জানা গেছে, গত ১৫ জুন (বুধবার) আনুমানিক দুপুর ১২টার দিকে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামের হুমায়ুন কবির বাবুর বসত বাড়িতে ওই ঘটনা ঘটে। 

স্বামী বাড়ীতে অনুপস্থিত থাকায় নিজ বাড়িতে হামলার শিকার হন ফাতেমা বেগম লিপি। এ সময় তাঁকে বেধড়ক মারপিট করে হামলাকারীরা। 

পরে বিবাদিরা দলবদ্ধভাবে বসতবাড়ীতে ঢুকে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। 

এ ঘটনায় গত ১৬ জুন (বৃহস্পতিবার) ফাতেমা বেগম লিপি বাদি হয়ে ৬ জনের নামে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নম্বর : ৪৬ (জিআর নম্বর : ৫০৯/২০২২)। 

মামলা সূত্রে আরও জানা গেছে, হামলার পরপরই আহত ফাতেমা বেগম লিপির ঘর থেকে ৩২ ইঞ্চি এলইডি একটি টিভি, নগদ টাকা ও স্বার্ণালঙ্কার লুট করে নিয়ে যায় আসামিরা। 

ভুক্তভোগী ফাতেমা বেগম লিপির স্বামী হুমায়ুন কবির বাবু বাঙলা কাগজ ও ডনকে বলেন, মামলা করায় ক্ষিপ্ত হয়ে আসামিরা তাদের প্রতিনিয়ত প্রকাশ্যে হুমকি দিয়ে গেলেও পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করছে না।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাঙলা কাগজ ও ডনকে বলেন, এ ঘটনার তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দোষীদের আইনের আওতায় আনা হবে।