বড় সংগ্রহের পর একটানা ৫ জয় রংপুরের

বড় সংগ্রহের পর একটানা ৫ জয় রংপুরের

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হাত ধরে প্রথম দুইশ’র মুখ দেখলো। আসরের ২৭তম ম্যাচে প্রথমে ব্যাট করা রংপুর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে রিজা হেনড্রিক্স ও জেমস নিশামের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১১ রান করে। জবাবে ব্যাট করা চট্টগ্রাম ৫৩ রানে হেরে যায়। আসরে টানা ৫ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইলো রংপুর।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুই দল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে রান পাহাড়ে চাপা পড়ে চট্টগ্রাম। ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারে নি তাঁরা। ফিফটি ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রংপুরের নিশাম।

২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার সৈকত আলী ছাড়া চট্টগ্রামের হয়ে আর কোনো ব্যাটার সেভাবে জ্বলে উঠতে পারেনি। সৈকত ৪৫ বলে ১টি চার ও ৬টি ছক্কায় ৬৩ করে রান আউটের শিকার হন। শেষ দিকে অধিনায়ক শুভাগত হোম ১৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ঝড়ো ৩১ করলেও বড় হার এড়াতে পারে নি দলটি।

রংপুরের হয়ে সাকিব আল হাসান ও নিশাম দুটি করে উইকেট পান।

টস জিতে এর আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে নেমে রংপুরকে উড়ন্ত সূচনা পাইয়ে দেন রনি তালুকদার ও রিজা। ৬.৫ ওভারে তারা ৬১ রান তোলেন। অবশেষে এই জুটি ভাঙেন নিহাদুজ্জামান। তিনি ১৭ বলে ২৪ করা রনিকে ফেরান। তবে বিধ্বংসী দক্ষিণ আফ্রিকান ব্যাটার রিজা ফের সাকিব আল হাসানের সঙ্গে ৬০ রানে জুটি গড়েন।

দলীয় ১৩তম ওভারে অবশ্য এই জুটির দুজনই কাঁটা পড়েন। সালাউদ্দিন শাকিল তাদের ফেরান। রিজা ৪১ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৮ রান করেন। আর সাকিব ১৬ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৭ রানে আউট হন।

যদিও চতুর্থ উইকেট জুটিতে নিশাম ও সোহান বাজিমাত করেন। তারা ৪৬ বলে ৮৯ রান তুলে অপরাজিত থাকেন। ফিফটি তুলে নেওয়া নিশাম ২৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫১ রান করেন। আর সোহান ২১ বলে ২টি চার ও একটি ছক্কায় ৩১ রানের হার না মানা ইনিংস খেলেন।

৮ ম্যাচে ৬ জয় নিয়ে রংপুর থাকলো শীর্ষেই। সমান ম্যাচে তৃতীয় পরাজয়ে চট্টগ্রাম আপাতত তিনে।