বইমেলা নিয়ে ডিএমপি’র বিশেষ ট্রাফিক নির্দেশনা

বইমেলা নিয়ে ডিএমপি’র বিশেষ ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : অমর একুশে বইমেলায় বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমনে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় যানবাহন বেড়ে যাওয়ায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সবাইকে সেই ট্রাফিক রুট মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১. যাঁরা ভিআইপি রোড ব্যবহার করে মতিঝিল, গুলিস্তান অথবা পুরান ঢাকার দিকে যেতে চান, তাঁরা বিকল্প রোড হিসেবে শহিদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (সাতরাস্তা–মগবাজার) ব্যবহার করতে পারবেন।

২. যাঁরা যানবাহন নিয়ে মিরপুর রোড-এলিফ্যান্ট রোড ব্যবহার করে মতিঝিল, গুলিস্তান অথবা পুরান ঢাকার দিকে যেতে চান, তাঁরা মিরপুর রোডে নিউমার্কেট–আজিমপুর-পলাশী-চানখারপুল এলাকা ব্যবহার করে গন্তব্যে যেতে পারবেন।

৩. যানবাহন নিয়ে যাঁরা পুরাতন হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বর দিয়ে নীলক্ষেত-নিউমার্কেট, আজিমপুর অথবা এলিফ্যান্ট রোডের দিকে যেতে চান, তাঁরা সরকারি কর্মচারি হাসপাতাল–নিমতলি-শহীদুল্লাহ হল ক্রসিং-শহিদ মিনার–পলাশী হয়ে যেতে পারবেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় নির্ধারিত পার্কিং এলাকা ছাড়া যানবাহন পার্কিং নিরুৎসাহিত করা হচ্ছে।