ব্যবসায়ীর আত্মহত্যা : হেনোলাক্সের মালিক স্ত্রীসহ গ্রেপ্তার।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ছাত্রলীগের সাবেক নেতা ও ব্যবসায়ী গাজী আনিসকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আমিন ম্যানুফ্যাকচারিং লিমিটেডের (হেনোলাক্স গ্রুপ) মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার (৫ জুলাই) রাতে তাদেরকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাঙলা কাগজ ও ডনকে বলেন, গায়ে আগুন দিয়ে গাজী আনিসের মৃত্যুর ঘটনা নির্মম। তাঁর মৃত্যুর পর এ ঘটনায় র্যাব ছায়া তদন্ত করে। এরপর র্যাব-১ এর একটি দল রাতে উত্তরায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গতকাল সোমবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের নিজের গায়ে আগুন ধরিয়ে দেন ব্যবসায়ী গাজী আনিস। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ তাঁকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ মঙ্গলবার (৫ জুলাই) ভোরে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গাজী আনিসের বন্ধুরা জানিয়েছেন, ১ কোটি টাকারও বেশি পাওনা আদায় করতে না পারায় তিনি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন।
গাজী আনিসের ভাই নজরুল ইসলাম আজ দুপুরে হেনোলাক্স গ্রুপের মালিক এবং তার স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন।
গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকায়। তিনি এক সময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
গতকাল শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোহাম্মদ আলী নামের গাজী আনিসের এক বন্ধু বলেছিলেন, ‘আনিস হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন। কিন্তু কোম্পানি তাঁর পাওনা টাকা দিচ্ছে না। এ নিয়ে এর আগে মানববন্ধন করেও কোনও লাভ হয় নি। আজ গায়ে আগুন দিয়েছেন।’
গাজী আনিস নিজেও ফেসবুক স্ট্যাটাসে জানান, তিনি হেনোলাক্সের মালিকের কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন। এ টাকা তিনি অনেক চেষ্টা করেও পাচ্ছেন না।