ভারতে ফের ক্ষমতায় আসতে পারেন মোদি : সমীক্ষা

ভারতে ফের ক্ষমতায় আসতে পারেন মোদি : সমীক্ষা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ভারতে সাত দফায় আগামী ১৯ এপ্রিল থেকে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে। এই নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন বিজেপি’র নরেন্দ্র মোদি জয়ী হবেন বলেই মনে করা হচ্ছে। মোদির নেতৃত্ব এবং ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা মোদিকে পুনর্নির্বাচনের দৌড়ে সহায়তা করবে। জরিপে অংশ নেওয়া ২২ শতাংশ মানুষ বলছেন, মোদি সরকারের সবচেয়ে ভালো পদক্ষেপ হলো, মুসলমানদের বিরোধপূর্ণ স্থানে রাম মন্দির নির্মাণ করা। ৮ শতাংশ বলেছেন, এটি তাদের জন্য উদ্বেগের বিষয়। একটি সমীক্ষায় এমনটিই উঠে এসেছে।

জানুয়ারিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন মোদি। জরিপে অংশ নেওয়া ২২ শতাংশ মানুষ বলেছেন, মোদি সরকারের করা বিভিন্ন কাজের মধ্যে এটা তাঁদের পছন্দের শীর্ষে। ভারতের সংখ্যালঘু মুসলমানের বাবরি মসজিদ ভেঙে সেখানে ঐতিহাসিক রাম মন্দির নির্মাণ করা হয়েছে।

ভোটের বছরে রাম মন্দির উদ্বোধন করে মোদি সরকার ভারতের সংখ্যাগুরু হিন্দু ভোটারদের মন জয় করতে চাইছেন বলে মত বিরোধীদের। জরিপে বিশাল সংখ্যাগরিষ্ঠ (৭৯ শতাংশ) লোক বলছেন যে, ভারত কেবল হিন্দু নয়, সমস্ত ধর্মের নাগরিকদের জন্য সমান। আর ৪৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, রাম মন্দির হিন্দু পরিচয়কে সুসংহত করবে।

আন্তর্জাতিক দরবারে ভারতের ক্রমবর্ধমান নেতৃত্বও মোদির পক্ষে ভোটারদের আকৃষ্ট করেছে। যার মধ্যে আছে- গত বছর জি-২০ সম্মেলনে ভারতের সভাপতিত্ব এবং সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ সম্মেলনের আয়োজন করার বিষয়টি। ৮ শতাংশ ভোটার বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ইমেজ আরও ভালো করার যে চেষ্টা মোদি সরকার করছে, তাঁরা সেটা পছন্দ করেন।