যৌন নিপীড়নের অভিযোগ ওঠা সেই প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; চট্টগ্রাম : ছাত্রীদের যৌন নিপীড়ন করার অভিযোগে চট্টগ্রাম নগরের কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। ওই শিক্ষাপ্রতিষ্ঠান সিটি করপোরেশনের অধীনে পরিচালিত।
সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, কাপাসগোলা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড ও বিভিন্ন অনিয়মের অভিযোগ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে সেসবের সত্যতা পাওয়ায় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম। তিনি জানান, মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
যৌন নিপীড়নের অভিযোগে রোববার প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনকে বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন অভিভাবক ও শিক্ষার্থীরা। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন তাঁরা। সাড়ে তিন ঘণ্টা পর পুলিশি পাহারায় বিদ্যালয় থেকে বের হন তিনি। পরে তাঁকে সিটি করপোরেশন পরিচালিত দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়। পরদিন তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।