রাঙামাটির সাজেকে হাসপাতালের নির্মাণস্থান পরিদর্শন

রাঙামাটির সাজেকে হাসপাতালের নির্মাণস্থান পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি : রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক ভ্যালির রুইলুই পাড়ায় দেশি-বিদেশি আগত পর্যটক এবং স্থানীয় নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) তিনি ওই পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মহিউদ্দিন, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব কাজী তাসমিন আরা আজমিরী, রাঙামাটি পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. বিপাস খীসা, চট্টগ্রামের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনি কুমার শর্মা, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দু চাকমা এবং রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।