রাজবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে যুবকদের কাপড় বিতরণ

রাজবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে যুবকদের কাপড় বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; স্বপন বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানবতার সেবায় সনাতনী যুবকদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে দুই শতাধিক শাড়ি বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (পহেলা অক্টোবর) বিকেলে শহরের বিবেকানন্দপল্লী সংলগ্ন বিনোদপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অসহায় মানুষদের মাঝে এসব শাড়ি বিতরণ করা হয়।

শাড়ি বিতরণের সময় সনাতনী যুবকদের একজন বিপ্লব সরকারের সঙ্গে কথা বললে, তিনি বাঙলার কাগজ ও ডনকে জানান, প্রতি বছরই ঈদ ও দুর্গাপূজাতে অসহায় মানুষের মাঝে কাপড়-চোপড় বিতরণ করি আমরা।

তিনি আরও বলেন, সারা বছরই দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সহযোগিতা করছি।