রাজশাহীতে ১৬ বছর ধরে ভুয়া বিধবা ভাতা উত্তোলন : জানেন না অনেকেই!

রাজশাহীতে ১৬ বছর ধরে ভুয়া বিধবা ভাতা উত্তোলন : জানেন না অনেকেই!

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; লিয়াকত হোসেন, রাজশাহী : রাজশাহীতে স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। আর দীর্ঘ ১৬ বছর ধরে এ ঘটনাটি ঘটলেও অনেকেই বিষয়টি সম্পর্কে জানেন না বলেই জানিয়েছেন। তবে কেউ কেউ বলছেন, এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউবা আবার বলছেন, তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নন।

জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার ১ নম্বর ইউসুফপুর ইউনিয়নের বাদুরিয়া গ্রামের সাহাবুরের স্ত্রী আদরি বেগম দীর্ঘ ১৬ বছর ধরে বিধবা ভাতা উত্তোলন করে আসছেন। অথচ তাঁর স্বামী জীবিত।

এ ব্যাপারে আদরি বেগম এবং তাঁর স্বামী সাহাবুর অভিযোগ করে বলেন, সাবেক চেয়ারম্যান মিঠুন ও সাবেক ইউপি সদস্য লালু টাকার বিনিময়ে বিধবা ভাতার তালিকায় এ নাম অন্তর্ভুক্ত করেছে দিয়েছিলেন। 

আদরি বেগম অবশ্য দাবি করেন, ‘আমার স্বামী বেশ কিছুদিন নিখোঁজ থাকায় আমাকে চেয়ারম্যান-মেম্বাররা বিধবা ভাতার কার্ড করে দিয়েছিলেন।’

‘আমার স্বামী ফেরত আসার পরে সাবেক চেয়ারম্যান রতন ও সাবেক মেম্বার মালেকও অবগত ছিলেন।’ 

‘কিন্তু বর্তমান চেয়ারম্যান মাখন ও মুস্তাক মেম্বার হওয়ার পরে আমার কার্ড ফেরত দিয়ে দিয়েছি। এটি মুস্তাক মেম্বারের হাতে দিয়েছি বাতিল করার জন্য।’ 

তবে স্বামী ফেরত আসার পরও এতোদিন কেনো কার্ড ফেরত দেন নি- এর কোনও সদুত্তর দিতে পারেন নি আদরি বেগম।

এ বিষয়ে বর্তমান ইউপি সদস্য মুস্তাক আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি বাঙলার কাগজ ও ডনকে বলেন, ‘আমি কেনো তাঁদের বিধবা ভাতার কার্ড দিয়ে টাকা উত্তোলন করবো। আমি কিছুদিন আগে লোক মারফতে শুনেছি, কিন্তু তাদের কাছ থেকে আমি কোনও কার্ড নেই নি।’

‘আমি জানার পর কার্ড নিয়ে নাম কেটে দেওয়ার ব্যবস্থা গ্রহণ চলছে।’ 

এ বিষয়ে ১ নং ইউসুফপুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম (মাখন সরকার) বাঙলার কাগজ ও ডনকে বলেন, হ্যাঁ, আমরা শুনেছি। শোনার পরে কার্ডটির নাম কেটে দেওয়ার জন্য নিয়ে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে চারঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক বাঙলার কাগজ ও ডনকে বলেন, বিধবা ভাতার তালিকাভুক্ত আদরির স্বামী বেঁচে আছে কি-না এবং ১৬ বছর ধরে এ সুবিধা ভোগ করেছে কি-না, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন বাঙলার কাগজ ও ডনকে বলেন, ‘এ বিষয়টি অনেক আগের। অথচ আমরা এখনো বিষয়টিই জানি না। কিন্তু এ রকম কিছু হয়ে থাকলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’