সুখবর নিয়ে আসো বৈশাখ : কালাম আঝাদ

সুখবর নিয়ে আসো বৈশাখ : কালাম আঝাদ

বৈশাখ তুমি সুখবর নিয়ে আসো
তুমি পুরোনো গ্লানি ভুলে যাও
তুমি নতুন আলোয়, নতুন রঙে ধরা সাজাও
তুমি এসো বৈশাখ- আলো রাঙিয়ে
ধরা সাজিয়ে
তুমি দাও সুখবীণা বাজিয়ে
তুমি বৈশাখ এসো আমাদের ঘরে ঘরে
বাঙালিদের প্রেম হয়ে
ভালোবাসা হয়ে
সুন্দর হয়ে
সুঘ্রাণ হয়ে
নীল রঙ হয়ে
গেরুয়া রঙ হয়ে
ফুলের সুরভী হয়ে
গোলাপ হয়ে
তুমি আসো ভালো প্রগতিশীল মানুষের
সুখ হয়ে
সমৃদ্ধি হয়ে
সুস্বাস্থ্য হয়ে
দীর্ঘায়ু হয়ে
বৈশাখ তুমি নারীর সুন্দর অবয়ব হয়ে যাও
তুমি সুখ চাওয়া হয়ে যাও
তুমি আপন হয়ে যাও
তুমি আমার হয়ে যাও
তুমি স্নিগ্ধ হয়ে যাও
তুমি গ্রহ হয়ে যাও
তুমি নক্ষত্র হয়ে যাও
তুমি সুখবরের চিঠি হয়ে যাও
তুমি সুখবর হয়ে যাও।