সন্ত্রাস ও জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমাদের ১৭ কোটি মানুষের দেশ। কাজেই এই মানুষের ভাগ্য পরিবর্তন করা, আর্থ সামাজিক উন্নতি করা এবং তাঁদের নিরাপত্তা বিধান করা- এটাই আমাদের কাজ। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের হাত থেকে আমরা দেশকে রক্ষা করতে চাই। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজ অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। গাজীপুরের সফিপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মনে রাখবেন, জনগণ ও বিনিয়োগের নিরাপত্তা এবং শান্তির পরিবেশ ধরে রাখা আপনাদের পবিত্র শপথ ও দায়িত্ব। স্থিতিশীল পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল দেশের কাতারে আমরা প্রবেশ করেছি। এর সবই আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে ধারাবাহিক উন্নয়নের ফলে সম্ভব হয়েছে। আমরা ২০৩০ সালের মধ্যে এসডিজি’র বেশিরভাগ লক্ষ্য অর্জনে সক্ষম হবো।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের গৃহীত পরিকল্পনা মোতাবেক কাজ করলে ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে সুখী-সমৃদ্ধ-উন্নত রাষ্ট্রের কাতারে শামিল হবো। আমাদের গৃহীত ডেল্টা প্ল্যান ২১০০ হবে বাংলাদেশের ভবিষ্যৎ টেকসই উন্নয়নের চাবিকাঠি।

‘নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পুরুষ ও নারী সমতার দিক থেকে বাংলাদেশের অবস্থান ৭১তম এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ বছর বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নে আনসার বাহিনী এক উজ্জ্বল দৃষ্টান্ত। নারী আনসার ব্যাটালিয়ন দক্ষিণ এশিয়ার প্রথম পূর্ণাঙ্গ নারী ব্যাটালিয়ন। আনসারের দুটি নারী ব্যাটালিয়নের সদস্যরা রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম অর্জন করেছে। কাজের পরিধি বৃদ্ধির জন্য আরও একটি নারী ব্যাটালিয়ন গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।