ঢাকা বিভাগীয় শুদ্ধাচার কৌশলে রাজবাড়ী জেলা প্রশাসক তৃতীয়।
নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; স্বপন বিশ্বাস, রাজবাড়ী : রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সুশাসন সংহতকরণ ও একটি দুর্নীতিবিরোধী সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ২০১২ সালে প্রণীত ‘সোনার বাংলা গড়ার প্রত্যয় : জাতীয় শুদ্ধাচার কৌশল’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী, জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিতকরণ এবং জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদ মেনে চলার প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত, শুদ্ধাচারী রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর ঢাকা বিভাগের জেলা প্রশাসকের কার্যালয়গুলোর ২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা মূল্যায়নে তৃতীয় স্থান অর্জন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ অর্জনের জন্য জেলা প্রশাসক আবু কায়সার খান তাঁর সহকর্মীদের অভিনন্দন জানিয়েছেন।