দুমকিতে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন; জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) : নাটকীয়তায় ভরা ফাইনাল শেষে বিশ্বকাপ ট্রফি হাতে তুললেন লিওনেল মেসি। যে ট্রফির জন্য আর্জেন্টিনার অপেক্ষা ৩৬ বছরের। আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়লাভ করায় সমার্থকদের এই বিশ্বকাপ উন্মাদনা ও আনন্দ ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে। তারই অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলা-গ্রাম পর্যায়ে বইছে আনন্দের জোয়ার।
পটুয়াখালীর দুমকীতেও পিছিয়ে নেই আর্জেন্টিনার সমর্থকেরা। তাঁরাও বর্ণাঢ্য ও আনন্দ শোভাযাত্রা করেছেন। সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় সরকারি জনতা কলেজ মাঠ থেকে বাজনায় মুখর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক, লেবুখালী-বাউফল মহাসড়ক, পীরতলা বাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিশু-বৃদ্ধাসহ নানা বয়সের আর্জেন্টিনার সমর্থকেরা অংশগ্রহণ করেন।
এ সময় আর্জেন্টিনার সমর্থকদের বিজয়ী ধ্বনি, বাঁশির সুর এবং ব্যান্ড বাজনার আনন্দে মুখর হয়ে উঠে শহরের জনপদ। শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ।
এ সময় আয়োজকেরা বলেন, আমাদের বহুদিনের স্বপ্ন আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে। আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। তাই আমরা মেসি ও আর্জেন্টিনার এ জয়ে শামিল হতে এ বর্ণাঢ্য আয়োজন করেছি। আগামীতে আর্জেন্টিনা আরও কাপ নেবে, এটাই আমরা চাই।