বর্ষার প্রথমদিন সকালে বৃষ্টির পর কুমিল্লায় অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই ভোট।

বর্ষার প্রথমদিন সকালে বৃষ্টির পর কুমিল্লায় অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই ভোট।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : আজ পহেলা আষাঢ়। এইদিনে তো একটু বৃষ্টি হতেই পারে। আর সেটিই যেনো দেখলো কুমিল্লার ভোটারেরা। সকাল ৮টায় ভোট শুরুর ১ ঘণ্টা পর সকাল ৯টায় শুরু হয় এ বৃষ্টি। পরে অবশ্য কিছুক্ষণের মধ্যে থেমে যায় তা। বৃষ্টি শুরু হলে ভোটারেরা ভোট কেন্দ্রে গিয়ে আশ্রয় নেন, এরপর আবার তাঁরা সারিতে দাঁড়িয়ে ভোট দেওয়া শুরু করেন। আর সময় যতো যায়, ভোটারের সংখ্যা ততোই বাড়তে থাকে।

বুধবার (১৫ জুন) সকাল সকালই প্রধান ৩ প্রতিদ্বন্দ্বী নিজেদের কেন্দ্রে ভোট দিয়েছেন। পরে তাঁরা ৩ জনই কেন্দ্র পরিদর্শনে বেরিয়ে যান। 

সকাল ৮টা থেকে বিকেল আড়াইটা নাগাদ ভোটকেন্দ্রগুলোতে কোনও প্রকার কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

তবে কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ব্যাপারে সকাল সাড়ে ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, ধীরগতির বিষয়টা হচ্ছে, এখানে একজন ভোটার কিন্তু তিনটা ব্যালটে ভোট দেন। তাঁরা ভোট দেওয়ার আগে চিন্তা করতে সময় নেন। এ ছাড়া এবারই প্রথমবার ইভিএমে ভোট দিচ্ছেন। এসব কারণে কিছুটা সময় লাগতে পারে।

ইভিএমে কোনও কোনও ভোটারের আঙুলের ছাপ মিলছে না- এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রার্থীরা ভোটারের নাম ও স্লিপ দিয়েছেন। যথাযথভাবে আইডেন্টিফাই করা হয়েছে। অনেক সময় রেখার কারণে আঙুলের ছাপ মিলতে সমস্যা হতে পারে। একটু-আকটু সমস্যা হতে পারে। তবে যাঁদের ফিঙ্গার মিলছে না, শেষ পর্যন্ত তাঁরা ভোট দিতে পারবেন বলেই আশাবাদী এই রিটার্নিং কর্মকর্তা।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এদিন সকাল ৮টায় নির্ধারিত সময়েই কুমিল্লা নগরীর ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

সোয়া দুই লাখেরও বেশি ভোটারের এ নগরে ভোট নেওয়া হচ্ছে ইভিএমে। আর এবারই প্রথম সব কেন্দ্র ও ভোট কক্ষে রয়েছে সিসি ক্যামেরা।

মেয়র পদের পাঁচ প্রার্থীর মধ্যে আলোচনা মূলত তিনজনকে ঘিরে। আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন গত দুইবারের মেয়র বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। পাশাপাশি বিএনপি থেকে বহিষ্কৃত আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারও নির্বাচন করছেন। ফলে বিএনপির ভোট দুইভাগে ভাগ হওয়ার কথাই বলেছেন বিশ্লেষকেরা।