পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে মরক্কো
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেমেছিলো ব্রাজিল। টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্য়াম্পিয়ন। অন্যদিকে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলো আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। সেই ম্যাচে টাইব্রেকারে জিতে সেমিফাইনালে পৌঁছে গেছে লিওনেল মেসির দল। শনিবার (১০ ডিসেম্বর) রাতে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো মরক্কো (Morocco) ও পর্তুগাল (Portugal)। সেই ম্যাচে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে পর্তুগালের। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো মরক্কো।
আরব দেশের হয়ে এদিন একমাত্র গোলটি করেছেন ইউসুফ এনিসিরি। ফলে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হলো ব্রুনোদের। একইসঙ্গে বিশ্বকাপে শেষ হয়ে গেছে রোনালদো অধ্যায়।