বসন্ত আর ভালোবাসার দিন ও আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা : কালাম আঝাদ
বসন্ত আর ভালোবাসার দিন : কালাম আঝাদ
এবারের বসন্ত আর ভালোবাসার দিন মিলেমিশে একাকার
নীল পদ্ম, গন্ধা ফুল আর লাল গোলাপে প্রেম করার দিন
পুষ্পরাজি যেনো একে একে ডাকছে তোমায়
যেনো তাঁদের প্রেম তোমায় আচ্ছন্ন করতে চায়
ফুলের অগণিত সৌরভ তোমায় আপন করতে ব্যাকুল
মৌমাছি বা ভ্রমর হয়ে ফুলের পরাগায়নে সাহায্য করো
কোনও ফুল অসুখী হলে, তার ধারেকাছেও যেও না
তবে তাঁকে তুমি খুশি বা সুখী করতে পারলে
তাঁর কাছ থেকে পাবে অনেক কিছুই।
ওই দেখো, গাছে নতুন পাতা গজায়
লাল, নীল প্রজাপতি উড়ে উড়ে যায়
ফুলের গেরুয়া সৌরভ মাতাল করে দেয়
মনে যেনো নাচন ধরে যায়।
সুখানুভব, প্রেমাপনের নারী
তুমি তাঁদের পানে হয়ো না আনাড়ি
প্রেমগল্প, নাচন-কোদন আর রসালাপ
শীতের মাঝেও তোমাদের মাঝে ছড়াবে তাপ
পুষ্পরাজিকে আপন করো, নাও সুঘ্রাণ
বসন্ত আর ভালোবাসায় ভরুক তোমার মন ও প্রাণ।
আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা : কালাম আঝাদ
মোটরসাইকেলে দুজন আরোহী আর এক
এই তিনজনে সবকিছুই পেয়ে যাক।
তাঁদের পানে শুভ কামনা মোর
ভালো খবর নিয়ে আসুক তাঁদের ভোর
নীল আকাশ আর ফুলের গেরুয়া সৌরভে
তাঁদের যেনো মন মাতে।
লাল গোলাপের রঙ যেনো তাঁদের ভালো করে দেয় মন
তাঁরা হয়ে উঠুক সবার খুব আপন।
কাজে, কর্মে আর সাফল্যে ভরে উঠুক তাঁদের জীবন
সমৃদ্ধিতে এগিয়ে গিয়ে তাঁরা রঙিন করুক ভুবন।
আকাশ-মহাকাশ তাঁদের সফলতা দিতে চায়
তাঁরা যেনো এর সবই পেয়ে যায়।