অনলাইনে আপত্তিকর কনটেন্ট বন্ধে বিটিআরসির নীতিমালা আসছে।

অনলাইনে আপত্তিকর কনটেন্ট বন্ধে বিটিআরসির নীতিমালা আসছে।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ভিডিও ও ছবিসহ বিভিন্ন স্ট্রিমিং মিডিয়া সেবা বা ওটিটি প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর কনটেন্ট বন্ধ করতে নীতিমালার খসড়া তৈরি করেছে বিটিআরসি। শিগগিরই তা জমা দেওয়া হবে আদালতে।

নীতিমালা নিয়ে ফেসবুকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে, জানিয়েছে সংস্থাটি। তব এই নীতিমালা প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায় নিরুৎসাহিত করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

২০২০ সালে ওভার দ্য টপ-ওটিটি নির্ভর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর ও আপত্তিকর কনটেন্ট প্রচার নিয়ন্ত্রণ ও তদারকিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে রিট করেন এক আইনজীবী।

এর প্রেক্ষিতে হাইকোর্ট এক রুলে ওটিটি নির্ভর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম তদারকির জন্য নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন।