আজ ‘ইত্যাদি’।

আজ ‘ইত্যাদি’।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : হানিফ সংকেতর রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আজ বুধবার (৪ মে) রাত ৮টার বাংলা সংবাদের পর। এবারও ইত্যাদিতে থাকছে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি। নানা শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণের ধারাবাহিকতায় এবারে নৃত্যে-ছন্দে-আনন্দে চিরচেনা এই গানটি পরিবেশন করবেন করোনা যোদ্ধাদের মধ্যে থেকে কয়েকজন কণ্ঠশিল্পী। যাঁরা চিকিৎসার পাশাপাশি সংগীত চর্চাও করে থাকেন। তাঁদের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করেছেন ২ শ জনেরও বেশি সেবিকা। একটি দেশাত্মবোধক গান গেয়েছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, রবি চৌধুরী, শুভ্রদেব, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার। গানটি লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী। নৃত্যজুটি শিবলী-নিপা ও তাঁদের দলের ভিন্ন পরিকল্পনার একটি নৃত্যে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন ৩ জন অভিনয় শিল্পী দিলারা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায় ও আবুল হায়াত। দস্যু চরিত্রের ৪ তারকার সংলাপে কাল্পনিক দস্যু চরিত্রগুলোতে অভিনয় করেছেন ৪ জন অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, মীর সাব্বির ও তানিয়া আহমেদ। গানের গল্পে ফেরদৌস ও তারিনের অভিনয়ের মাধ্যমে উঠে এসেছে এক দম্পতির ৩ সময়ের ঈদের কথা। ভিন্নধর্মী একটি গান গেয়েছেন অভিনয় তারকা চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। তারকা জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরি, অপূর্ব ও পূর্ণিমা অংশ নিয়েছেন ইত্যাদিতে। এ ছাড়া কয়েকটি নাট্যাংশে অংশ নিয়েছেন সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, শবনম পারভীন, বড়দা মিঠু, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, আমিন আজাদ, কামাল বায়েজিদ, জিয়াউল হক পলাশ, সাব্বির আহমেদ, নাদিয়া আফরিন মিম, বিলু বড়ুয়া, জামিল হোসেন, সজল, সাজ্জাদ সাজু, মতিউর রহমান, জাহিদ শিকদার, নাফা, সঞ্জীব আহমেদ, আবু হেনা রনি, তারিক স্বপন, নজরুল ইসলাম, রতন খান, নিপু, সাবরিনা নিসা, সুবর্ণা মজুমদার, সঞ্জয় রাজ, সিলভিয়া, রবিন চৌধুরী ও তিন্নিসহ অনেকেই।