উপজেলা নির্বাচনে ঝিকরগাছায় ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

উপজেলা নির্বাচনে ঝিকরগাছায় ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; মনির হোসেন, বেনাপোল : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে যশোরের ঝিকরগাছায় মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ১১ প্রার্থী। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এসব প্রার্থীরা প্রথমবারের মতো অনলাইনে নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ প্রার্থী। তাঁরা হলেন : বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও জাতীয় পার্টির নেতা রেজাউল হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনজন। তাঁরা হলেন : ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু ও বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বিশ্বাস।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া ৪ প্রার্থীরা হলেন : আমিনা বেগম, আছিয়া খাতুন, নারী কাউন্সিলর জেসমিন সুলতানা ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহানা আক্তার।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। ভোট গ্রহণ ২১ মে। 

ঝিকরগাছা উপজেলা নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৬৩ হাজার ১৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৯৯৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৩১ হাজার ১৭০ জন। উপজেলার মোট ১১০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।