আর্যমিত্র বৌদ্ধ বিহারে চিকিৎসা সেবা ও চাঙমা বর্ণমালা পরিচিতি অনুষ্ঠান।

আর্যমিত্র বৌদ্ধ বিহারে চিকিৎসা সেবা ও চাঙমা বর্ণমালা পরিচিতি অনুষ্ঠান।
নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি : ভগবান গৌতম বুদ্ধের জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ ও নির্বাণ লাভের পবিত্র দিন শুভ বৈশাখী পূর্ণিমা বা পবিত্র বুদ্ধ জন্ম জয়ন্তী দিবসের মধ্য দিয়ে পানছড়ি উপজেলার জ্যোতির্ময় কার্বারী পাড়ার লতিবান আর্যমিত্র বৌদ্ধ বিহারে বিনামূল্যে চিকিৎসা সেবা ও চাঙমা বর্ণমালা পরিচিতি ও মাতৃভাষা শিক্ষার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মে) পানছড়ি উপজেলার জ্যোতির্ময় কার্বারী পাড়ার লতিবান আর্যমিত্র বৌদ্ধ বিহারে দিনব্যাপী এ কর্মশালা হয়। এতে আয়োজক বিহারাধ্যক্ষ শ্রীমৎ সুদর্শী থেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা। তিনি বলেন, গরীব মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করা, ডাক্তারদের পরামর্শ গ্রহণ করা এবং সুস্থ সবল দেহের সঙ্গে জীবনযাপন করা প্রয়োজন। সচেতনতার সহিত জীবন নির্বাহ করতে হবে। ‘এই সকল কার্যক্রম অব্যাহত থাকবে।’ এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল চাকমা, ডা. অর্ণব চাকমা ও ডা. দ্বীপা ত্রিপুরা। দিনব্যাপী চিকিৎসা সেবা ও চাঙমা বর্ণমালা পরিচিতি অনুষ্ঠানে প্রধান ধর্মীয় গুরু, স্বধর্মের ধ্বজাধারী, পার্বত্য বৌদ্ধ মিশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রীমৎ সুমনালঙ্কার মহাথের ও শ্রীমৎ অগ্রজ্যোতি মহাথেরর উপস্থিতিতে এ কর্মসূচির আয়োজন সম্পন্ন করা হয়েছে।