ইউজিসি : দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মনিটরিং বাড়ানো হবে।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : বিশ্ববিদ্যালয় পরিচালনা, গবেষণা ও অবকাঠামো উন্নয়নের জন্য যে বাজেট দেওয়া হয়, সেখানে কোনও দুর্নীতি ও অনিয়ম হচ্ছে কি-না, সেটি খতিয়ে দেখতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
ইউজিসি আয়োজিত দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বুধবার (২৯ জুন) এ কথা বলেন।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কমিশনের সদস্য ও এপিএ বাস্তবায়ন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. আবু তাহের বক্তব্য দেন। পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও এপিএ টিমের ফোকাল পয়েন্ট মো. গোলাম দস্তগীরের সঞ্চালনায় সেমিনারে কমিশনের উপ-পরিচালক, জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও সমমান পর্যায়ের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অধ্যাপক দিল আফরোজা বলেন, আগামী ২০২২-২৩ অর্থবছরে বিশ্ববিদ্যালয় ও কমিশনের ব্যয় বাবদ সাড়ে ১০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি। এখানে অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনও অনিয়ম বা দুর্নীতি হচ্ছে কি-না, সেটি দেখার জন্য মনিটরিং করা হবে। একইসঙ্গে ইউজিসির কারও বিরুদ্ধে কোনও অনিয়ম বা দুর্নীতির অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।