ইজতেমার দ্বিতীয় পর্ব : সাদপন্থীদের কাছে মাঠ হস্তান্তর

ইজতেমার দ্বিতীয় পর্ব : সাদপন্থীদের কাছে মাঠ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; গাজীপুর : গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আগামী শুক্রবার (২০ জানুয়ারি) থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। এজন্য মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের কাছে মাঠ হস্তান্তর করেছে গাজীপুর জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা দুইটার দিকে ইজতেমা মাঠের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে বেলা ১১টার দিকে মাওলানা জুবায়েরের অনুসারীদের কাছ থেকে ইজতেমা মাঠ বুঝে নেয় প্রশাসন।

তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে। গত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার প্রথম পক্ষ বা মাওলানা জুবায়েরের অনুসারীদের ইজতেমা শেষ হয়েছে। ২০ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা। এ উপলক্ষে পূর্বঘোষণা অনুযায়ী আজ মাঠ হস্তান্তর করা হয়।

মাঠ হস্তান্তরকে কেন্দ্র করে সকাল থেকে দুই দফা অনুষ্ঠান হয়। প্রথম দফায় বেলা ১১টার দিকে মাওলানা জুবায়েরের অনুসারীদের কাছ থেকে লিখিতভাবে মাঠ বুঝে নেন জেলা প্রশাসক আনিসুর রহমান। এর কিছুক্ষণ পর মাঠ থেকে বেরিয়ে যান জুবায়েরের অনুসারীরা। এরপর সশরীর মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসনের প্রতিনিধিরা। পরে বেলা দুইটার দিকে লিখিতভাবে মাওলানা সাদের অনুসারীদের কাছে মাঠ হস্তান্তর করা হয়।

মাঠ হস্তান্তরের সময় মাওলানা জুবায়েরের অনুসারীদের পক্ষে শীর্ষস্থানীয় মুরব্বি মাহফুজ হান্নান, মেজবাহ উদ্দীন জেলা প্রশাসককে মাঠ বুঝিয়ে দেন। অন্যদিকে সাদের অনুসারীদের পক্ষে মাঠ বুঝে নেন আবদুস সালাম।

সরেজমিনে দেখা গেছে, পুরো মাঠ এখন ফাঁকা। মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ময়লা-আবর্জনা, বিভিন্ন পলিথিন ও কাগজ। সাদের অনুসারীদের অনেকে এরইমধ্যে মাঠে প্রবেশ করেছেন। তাঁরা মাঠ ঘুরে দেখছেন। যেখানে মেরামত বা ঠিক করা প্রয়োজন, সেখানে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।

হস্তান্তর কার্যক্রম শেষে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ‘আমরা খুব শান্তিপূর্ণভাবে মাঠ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেছি। আজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলেও গতকাল থেকে আমরা মাঠে ছিলাম। বিভিন্ন জিনিস পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। ব্যবহারযোগ্য ছোটখাটো কিছু ত্রুটি ছাড়া পুরো মাঠ ঠিকঠাক পেয়েছি। আজ লিখিতভাবে এক পক্ষের কাছ থেকে মাঠ বুঝে নিয়ে অন্য পক্ষের কাছে হস্তান্তর করেছি।’

মাঠ বুঝে পেয়ে সাদের অনুসারীদের শীর্ষস্থানীয় মুরব্বি আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা মাঠ বুঝে পেয়েছি। ছোটখাটো কিছু সমস্যা আছে। প্রশাসনের সহায়তায় সমাধান করে নেব। ইতিমধ্যে আমাদের অনেক বিদেশি মেহমান চলে এসেছেন। কাল বুধবার রাত থেকে সারা দেশ থেকে মুসল্লিরা আসা শুরু করবেন।’

মাঠ হস্তান্তর উপলক্ষে সকাল থেকে ইজতেমা মাঠে জেলা প্রশাসন, গাজীপুর মহানগর পুলিশ, সিটি করপোরেশন, ডেকসো, তিতাস গ্যাসসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ দুই পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।