দীপাবলীতে কালাম আঝাদ’র কলাম : অঢেল অর্থ আর সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন

দীপাবলীতে কালাম আঝাদ’র কলাম : অঢেল অর্থ আর সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন

সম্পাদকীয় মত, বাঙলার কাগজ : সনাতন বা হিন্দুধর্মে দীপাবলীতে লক্ষ্মী ও গণেশপূজার রীতি রয়েছে। লক্ষ্মী ও গণেশপূজা করলে ব্যক্তির জীবন অঢেল অর্থ আর সুখ-সমৃদ্ধিতে ভরে উঠে। তবে বাঙালিরা লক্ষ্মী ও গণেশপূজার পর উদ্‌যাপন করেন কালীপূজাও। ভারতীয় অবাঙালিরা দীপাবলীর তিথিতে করেন ধনতেরাস উৎসব। সার্বিকভাবে দীপাবলী হয়ে উঠুক অর্থ-সম্পদে পরিপূর্ণ হয়ে উঠার এক মাধ্যম। এইদিনে সকলের জন্য প্রার্থনা, সুখ-সম্পদ ও সম্পত্তিতে ভরে উঠুক আপনাদের জীবন।

শাস্ত্রমতে, লক্ষ্মী ও গণেশপূজার শুভদিন রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিট থেকে ৭টা ৩৬ মিনিট পর্যন্ত। আর লক্ষ্মীপূজার মহানিশীথ কালের শুভক্ষণ রাত ১১টা ৩৯ মিনিট থেকে মধ্যরাত্রি ১২টা ৩১ মিনিট পর্যন্ত।

দীপাবলীর তিথিতে প্রজ্জ্বালিত প্রতিটি বাতি অন্ধকার দূর করে জীবনকে করে তুলুক ঝলমলে।

সুখ, সুখ আর সুখ।

অর্থ, অর্থ আর অর্থ।

সম্পদ, সম্পদ আর সম্পদ।

সম্পত্তি, সম্পত্তি আর সম্পত্তি।

উঠুক ভরে আপনার জীবন।