ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ এ সিরিজ জিতলো ভারত : হিরো রোহিত শর্মা

ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ এ সিরিজ জিতলো ভারত : হিরো রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ২০১৯ বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ড হোক বা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রতিবার টিম ইন্ডিয়াকে দ্রুত সূচনা দেওয়ার দায়িত্ব কিংবা টেস্ট ক্রিকেটে অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতিতে, নেতা ও ওপেনার হিসাবে, তরুণ ভারতীয় দলকে পথ দেখানোর দায়িত্ব, সবকিছুই সাফল্যের সঙ্গে অর্জন করেছেন রোহিত শর্মা। তিনি অনেকক্ষেত্রেই দলকে সাফল্য এনে দিয়েছেন। গত বছর অধিনায়ক হিসাবে তিনি এশিয়া কাপ ২০২৩ জিততে সফল হন। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত। এমন অবস্থায় ফের একবার নিজেকে প্রমাণ করলেন রোহিত শর্মা।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জয়ের জন্য টিম ইন্ডিয়ার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি এমন একটি দল পেয়েছিলেন, যার ব্যাটিংয়ের অভিজ্ঞতা নেই। এমনকি জসপ্রীত বুমরাহকেও এক পর্যায়ে বিশ্রাম দিতে হয়েছিলো। সেই সময়ে, এই জাতীয় দুই ফাস্ট বোলার টিম ইন্ডিয়ার পেস আক্রমণের অংশ ছিলেন, যাঁদের টেস্ট ক্রিকেটে খুব কম অভিজ্ঞতা ছিলো। শুধু তাই নয়, ভারতীয় দল পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ হেরেও টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানেই শেষ করেছে।

https://www.espncricinfo.com/series/england-in-india-2023-24-1389386/india-vs-england-5th-test-1389403/full-scorecard