এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ

এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : মাদারীপুরের কালকিনিতে নির্যাতন করে নুপুর বেগম (২৩) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছেন নিহতের বাবা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত নুপুর বেগম কালকিনি পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামের রিপন বেপারীর মেয়ে এবং একই এলাকার উত্তর ঠেঙ্গামারা গ্রামের রানা হাওলাদারের স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত শনিবার গৃহবধূ নুপুরকে অসুস্থ অবস্থায় কালকিনি হাসপাতালে ভর্তি করে তাঁর পরিবার। কিন্তু হাসপাতাল থেকে গত বুধবার তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। শুক্রবার দুপুরে ওই গৃহবধূকে পুনরায় অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নুপুরকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেন। নির্যাতনের কারণে গৃহবধূর মৃত্যু হয়েছে সন্দেহে নিহতের স্বামী রানা হাওলাদার ও তাঁর ননদ ময়ুরি বেগমকে আটক করে পুলিশ।

নিহতের বাবা রিপন বেপারী বলেন, আমার মেয়ে নুপুরকে তাঁর স্বামী রানা ও তাঁর ননদ ময়ুরি নির্যাতন করে হত্যা করেছে। পরে তাঁকে হাসপাতালে আনা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রানা হাওলাদার ও তাঁর ননদ ময়ুরি বেগমকে আটক করা হয়েছে।