প্রাণখুলে হাসুন

প্রাণখুলে হাসুন

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ :

শিক্ষক : নিউটনের বৈজ্ঞানিক তত্ত্ব থেকে আমরা কী শিখলাম?

ছাত্র : ক্লাসে বসে না থেকে গাছতলায়ই বসা উচিত।

বল্টু ও মন্টু পরীক্ষার হলে লেখা বাদ দিয়ে গল্প করছে।

স্যার : কী ব্যাপার, তোমরা লেখা বন্ধ করে গল্প করছো কেনো?

বল্টু ও মন্টু : স্যার, প্রশ্নে লেখা আছে পলাশীর যুদ্ধ সম্পর্কে আলোচনা কর। তাই আলোচনা করছি।

মদপান করতে করতে চিৎকার করে কাঁদছিলেন জন।

একজন জিজ্ঞেস করলেন : কী ব্যাপার, কাঁদছো কেনো জন?

জন : যে মেয়েটাকে ভোলার জন্য পান করছি, তাঁর নাম মনে পড়ছে না।

এক লোক রিকশাওয়ালাকে ডাক দিয়ে বললেন : যাবা?

রিকশাওয়ালা : কোথায় যাবেন?

যাত্রী : জাহান্নামে।

রিকশাওয়ালা : ওইহানে গেলে ভাড়াডা একটু বেশি লাগবো। কারণ ওইহান থেকে আসার সময় যাত্রী পাওয়া যায় না।