ওপার বাংলা : মাধ্যমিকে ৬৯৩ পেয়ে যুগ্ম প্রথম পূর্ব বর্ধমানের রৌনক মণ্ডল ও বাঁকুড়ার অর্ণব ঘড়াই।

ওপার বাংলা : মাধ্যমিকে ৬৯৩ পেয়ে যুগ্ম প্রথম পূর্ব বর্ধমানের রৌনক মণ্ডল ও বাঁকুড়ার অর্ণব ঘড়াই।

আনন্দবাজার পত্রিকা : আজ শুক্রবার (৩ জুন) মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো। সকাল ৯টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। সকাল ১০টা থেকে ওয়েবসাইটে ফলাফল জানা যাচ্ছে। রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে আনন্দবাজার অনলাইনের সাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। করোনার কারণে এর আগে দু’বছর মাধ্যমিক পরীক্ষা হয় নি। এ বছর পরীক্ষা হয়। গত ৭ মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষা দিয়েছিলেন ১১ লাখেরও বেশি ছাত্রছাত্রী। যার মধ্যে ছাত্রীর সংখ্যা ৬ লাখেরও বেশি।

১১৪ জন রয়েছেন প্রথম দশে :

  • প্রথম হয়েছেন ২ জন। প্রাপ্ত নম্বর ৬৯৩
  • দ্বিতীয় হয়েছেন ২ জন। প্রাপ্ত নম্বর ৬৯২
  • তৃতীয় হয়েছেন ২ জন। প্রাপ্ত নম্বর ৬৯১
  • চতুর্থ হয়েছেন ৪ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯০
  • পঞ্চম হয়েছেন ১১ জন। প্রাপ্ত নম্বর ৬৮৯
  • ষষ্ঠ হয়েছেন ৬ জন। প্রাপ্ত নম্বর ৬৮৮
  • সপ্তম হয়েছেন ১০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৭
  • অষ্টম হয়েছেন ২২ জন। প্রাপ্ত নম্বর ৬৮৬
  • নবম হয়েছেন ১৫ জন। প্রাপ্ত নম্বর ৬৮৫
  • দশম হয়েছেন ৪০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৪

নীচের লিঙ্ক থেকে পরীক্ষার ফলাফল জানা যাবে :

https://www.anandabazar.com/west-bengal/west-bengal-madhyamik-result-2022-wb-class-10th-result-online-dgtl/cid/1346664