এবার পাহাড়ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু!

এবার পাহাড়ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; চট্টগ্রাম : দুইদিন আগেই চট্টগ্রামে পাহাড়ধসে মারা গিয়েছিলেন ৪ জন। এবার নগরীর পাঁচলাইশ থানার চশমা হিল গ্রিন ভ্যালি আবাসিক এলাকায় পাহাড়ের মাটি ধসে দেয়াল চাপায় রায়হান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুন) ভোরে পাহাড় ধসে একটি দেয়ালের ওপর পড়ে। পরে দেয়ালটি পাশের দোকানের ওপর পড়লে ঘুমন্ত অবস্থায় রায়হান নামের ওই শিশুটি মারা যান।

নিহত রায়হান স্থানীয় ভাসমান চা দোকানি দীন মোহাম্মদের ছেলে। তাঁদের বাড়ি কুমিল্লার লাকসামে বলে জানিয়েছে পুলিশ। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় আবু তাহের বাঙলা কাগজ ও ডনকে জানান, রোববার গভীর রাতে ‘মামুনের’ পাহাড় ধসে পাশের একটি দেয়াল ভেঙে দোকানের ওপর পড়ে। এতে দোকানে থাকা কিশোরের মৃত্যু হয়। আজ সোমবার ভোরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। তাঁর মরদেহ কুমিল্লায় গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাঙলা কাগজ ও ডনকে বলেন, শিশু রায়হান বাবার সঙ্গে মুদির দোকানে কাজ করতো। রাতে রায়হান ওই দোকানেই ঘুমাতো। ফলে রোববার দিবাগত রাতে পাহাড় ধসে পড়া মাটিচাপায় শিশু রায়হানের মৃত্যু হয়। তবে পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই রায়হানের লাশ নিয়ে তাঁর স্বজনরা গ্রামের বাড়ি লাকসামে চলে গেছেন বলে জানান তিনি।

এর আগে গত শুক্রবার (১৭ জুন) রাতে নগরের আকবর শাহ থানা এলাকায় দু’টি পাহাড়ধসের ঘটনায় ৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। নগরের ফিরোজ শাহ কলোনির এক নম্বর ঝিল বরিশালঘোনা এলাকায় পাহাড়ধসে মারা যান শাহীনূর বেগম ও তাঁর বোন মাইনুর বেগম। আহত হন তাঁদের বাবা-মা ফজল হক (৭০) ও মোশারা বেগম (৬৫)।

এ ছাড়া ফয়সলেক সংলগ্ন সি ওয়ার্ল্ডের পাশে বিজয়নগর এলাকায় আরেকটি পাহাড়ধসের ঘটনায় লিটন (২৩) ও ইমন (১৪) নামে দুজন মারা যান।