কানাডায় বাড়ি কিনতে পারবেন না বিদেশিরা

কানাডায় বাড়ি কিনতে পারবেন না বিদেশিরা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বিদেশি বিনিয়োগকারীদের জন্য কানাডা তাঁদের দরজা বন্ধ করে দিয়েছে। কারণ একজন বিনিয়োগকারী হিসেবে কেউ আপাতত দেশটিতে বাড়ি কিনতে পারবেন না। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কানাডায় পহেলা জানুয়ারি থেকে একটি নতুন আইন কার্যকর হয়েছে। আইনে বিদেশি বিনিয়োগকারীদের দুই বছরের জন্য বাড়ি কেনা নিষিদ্ধ করা হয়েছে।

মহামারির পর কানাডায় বাড়ির দাম আকাশচুম্বী হয়েছিলো। তাই এই আইন পাশ করা হয়েছে। 

তা ছাড়া দেশের অনেক রাজনীতিক মনে করেন, এর জন্য বিদেশিরা দায়ী। বিশেষ করে একজন বিনিয়োগকারী হিসেবে যিনি বাড়ি কিনছেন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পার্টির ওয়েবসাইটে জানানো হয়, কানাডার বাড়িগুলো মুনাফাখোর, ধনী কর্পোরেশন ও বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করছে। যা আকাশছোঁয়া দামের বাস্তব সমস্যার দিকে নিয়ে যায়। বলা হয়, বাড়িগুলো মানুষের জন্য, বিনিয়োগকারীদের জন্য নয়।

২৩ জুন কানাডার পার্লামেন্ট নন-কানাডিয়ান আইন দ্বারা আবাসিক সম্পত্তি ক্রয়ের উপর নিষেধাজ্ঞা পাস করে। আইনটি চলতি নতুন বছরের প্রথমদিন পহেলা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। আগামী দুই বছর এই আইন বলবৎ থাকবে। 

কানাডার কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আইন লঙ্ঘন করে বিদেশিদের আবাসন সম্পদ ক্রয়ে সহায়তা করে, তাহলে তাঁদের ভারী জরিমানা দিতে হবে। তবে অন্যদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না।

কানাডার রিয়েল স্টেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২০ ও ২০২১ সালে বাড়ির দাম আকাশচুম্বী ছিলো। যদিও ২০২২ সালে দাম কিছুটা কমেছে। এক্ষেত্রে দাম সর্বোচ্চ মূল্য থেকে ১৩ শতাংশ কমেছে।

এদিকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের মতো ব্যাংক অব কানাডাও সুদের হার বাড়িয়েছে।