কুমিল্লা সিটিতে প্রচারণায় জীবন্ত ঘোড়া : মেয়র প্রার্থীকে জরিমানা।

কুমিল্লা সিটিতে প্রচারণায় জীবন্ত ঘোড়া : মেয়র প্রার্থীকে জরিমানা।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রচার-প্রচারণা চলছে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে।

তবে প্রচারণা আচরণ বিধি লঙ্ঘনেরও অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে জরিমানার শিকার হচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। 

জানা গেছে, শনিবার (২৮ মে) মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার প্রচারণায় প্রতীক হিসেবে জীবন্ত ঘোড়া ব্যবহার করেন।

এতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা রিপা বাঙলা কাগজ ও ডনকে বলেন, নিজাম উদ্দিন কায়সার ও তাঁর অনুসারীরা নগরীর দক্ষিণ চর্থা গোলচত্বর এলাকায় ঘোড়া নিয়ে প্রচারণা শুরু করেন। এতে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হয়।  

‘এই অপরাধে মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

২০১১ সালে দুটি পৌরসভাকে একীভূত করে গঠন করা হয় কুমিল্লা সিটি করপোরেশন নামে নতুন একটি সিটি করপোরেশন। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে এ সিটি পাশ্ববর্তী বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদকে অন্তর্ভুক্ত করে আয়তন বাড়ানো হয়। 

কুমিল্লা সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত।