সাক্কু : জয়-পরাজয় যেইডাই হোক, রেজাল্ট নিয়া যাবো।

সাক্কু : জয়-পরাজয় যেইডাই হোক, রেজাল্ট নিয়া যাবো।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু বলেছেন, জয়-পরাজয় যেইডাই হোক, রেজাল্ট নিয়ে যাবো।

‘শেষ পর‌্যন্ত ভোটে থাকবেন কি-না’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।

তিনি ইভিএমে একটু সমস্যা হচ্ছে বললেও সার্বিক বিষয় ভালো আছে বলেই জানান।

বুধবার (১৫ জুন) সকালে ভোটগ্রহণ শুরুর পর সাড়ে ৯টায় হোচ্চা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী।

এ সময় তিনি বলেন, ‘অন্য সবকিছু ঠিক আছে। কিন্তু ইভিএম পদ্ধতিতে একটু ক্রটি আছে, মেশিনে কোনও কোনও কেন্দ্রে কাজ করতাছে না। আমি তো ভোট দিয়া আইলাম। টিপ দিলে তো (প্রতীক) শো করবে, আপনি কাকে ভোট দিছেন শো করবে, কিন্তু (এখানে) শো করে না। একটা কেন্দ্রে গেছি, (প্রিসাইডিং কর্মকর্তাকে) বলছি। কাপ্তানবাজার গেছি… ছবি উঠে না। যাঁরেই ভোট দেই, ছবিডা তো উঠবো, (কিন্তু) ছবিই উঠে না।’

সাক্কু বলেন, শুধু ইভিএম পদ্ধতিতে একটু ত্রুটি হচ্ছে, এইডাই কথা, অন্য কিছু না।  

‘মোটামুটি’ ভোট পড়লে এখনও তিনি দ্বিগুণ ভোটে জয়ের আশাবাদী বলে জানান। মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘ভোটই তো পরতেছে না। মোটামুটি একটা ভোট কালেকশন হলে আমি জয়ের আশা করি।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরই তিনি দলীয় সমর্থকদের নিয়ে কেন্দ্র পরিদর্শনে বেরিয়ে যান।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এদিন সকাল ৮টায় নির্ধারিত সময়েই এ নগরীর ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

সোয়া দুই লাখেরও বেশি ভোটারের এ নগরে ভোট নেওয়া হচ্ছে ইভিএমে। আর এবারই প্রথম সব কেন্দ্র ও ভোট কক্ষে রয়েছে সিসি ক্যামেরা।

মেয়র পদের পাঁচ প্রার্থীর মধ্যে আলোচনা মূলত তিনজনকে ঘিরে। আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছে গত দুইবারের মেয়র বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। পাশাপাশি বিএনপি থেকে বহিষ্কৃত আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারও নির্বাচন করছেন। ফলে বিএনপির ভোট দুইভাগে ভাগ হওয়ার কথাই বলেছেন বিশ্লেষকেরা। যেখানে আওয়ামী লীগের রিফাত ভালো করার কথাই বলছেন তাঁরা।