খাগড়াছড়ির কোরবানি : এস চাঙমা সত্যজিৎ

খাগড়াছড়ির কোরবানি : এস চাঙমা সত্যজিৎ

চেঙ্গী নদীর তীরে কোরবানি পশুর হাট 
পশুর হাটে ভর্তি হলো খাগড়াছড়ি মাঠ;
নানা রকম গরুর পালে বিক্রেতার হাত
কোরবানিতে পশুর হাটে ক্রেতা ভরা মাঠ।

খাগড়াছড়ি চেঙ্গী নদীর গঞ্জপাড়া সেতু
বিক্রি করতে নিয়ে আসে ক্রেতার কাছে কিছু;
সাদা কালো লাল রঙের বলদ ষাঁড় পিছু
লেজে ধরে টান দিতেছে ক্রেতার মাঝে কিছু।

কেউবা সাদা কেউবা কালো ডোরা কাটা লাল
পছন্দ করে কোরবানিতে কারোর গরু আবাল;
লাখের উপর মূল্য হাকে বিক্রেতার দল
ক্রেতার চোখ ছানাবড়া কোরবানি সম্বল।

কোরবানিতে ঈদের খুশি মনের আনন্দে
হাট-বাজারে গরম থাকে পোশাকের গন্ধে;
নানা রকম জামা কাপড় কিনে কতজনে
ছেলেমেয়ের পোশাক দেবে পিতামাতা মনে।

কোরবানিতে পশুর হাটে হাড়ি হাড়ি টাকা
বিদেশ থেকে পশুর গাড়ি রাজধানী ফাঁকা;
গ্রাম-গঞ্জে কোলাহলে কোরবানির সময়ে
পিতামাতার বন্ধুবান্ধব আত্মীয়তা নিয়ে।

খাগড়াছড়ির কোরবানি ঈদের খুশিতে
পাহাড়ি বাঙালি হাসিখুশি মিলন মেলাতে;
খুশির মনে থাকে ঈদের দাওয়াত খেতে
সব ভেদাভেদ ভুলে গিয়ে থাকে একসাথে। 

রচনাকাল :
সোমবার অষ্টমীর শুক্লপক্ষ তিথি 
তারিখ : ২৬ জুন ২০২৩ খ্রিস্টাব্দ।