কষ্টের কথা বলতে নেই : আব্দুল্লাহ আল ফারুক মুরাদ

কষ্টের কথা বলতে নেই : আব্দুল্লাহ আল ফারুক মুরাদ

তোমার কষ্ট একান্তই নিজের
কেউ তোমার সে কষ্টের ভাগীদার হয় না;
কষ্টগুলো এমনই কখনো ভাগ করে নেওয়া যায় না।

বুঝিয়েও বলা যায় না 
কারণ তোমার কষ্টে কেউ কষ্ট পায় না;
সবাই সবার মতো ব্যস্ত ঠিক সূর্য ওঠা হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত।

এর ভেতর তোমার জীবনে 
কখন গোধূলী সন্ধ্যা নেমেছে
সে কেউ জানতে চাইবে না।

শুনেছি কষ্টগুলো নীল আকাশে ম্লান হয়ে যায়;
এগুলো সবই মিথ্যে কথা; ওই দূর আকাশও তোমার কষ্টের ভাগীদার হতে চায় না।

কষ্টের কোনও রং নেই
কখনো নীল 
কখনো কালো 
কখনো অস্পষ্ট ধূসর 
নয়তো সাত রংঙে এক ভিন্ন চিত্র!

তাইতো কষ্টকে কখনোই আঁকতে যেও না
কোন রঙে তুলির আঁচড়ে!
সে তুলিও হয়তো অঝোরে কাঁদবে।

কষ্ট সব সময় নিজের ভিতরেই আগলে রাখতে হয়;
কালো দিঘির জলে তোমার কষ্ট মাখা মুখে
বলে দিও কষ্টগুলো যদি ধুয়ে ফেলতে পারতাম তোমার জলে!

দিঘিও তোমার কষ্ট শুনে বলবে
তুমি বরং বিশাল সমুদ্রের জলে হাত বুলিয়ে বলে দিও
তোমার বিশালতার মাঝে না হয় একটু কষ্ট ডুবিয়ে দিও!

সমুদ্র বলবে আমার বুকে নোনা জল
কারণ সারাক্ষণ কাঁদি একূল-ওকূল 
জোয়ার-ভাটার টানে।

তুমি বরং সুউচ্চ পাহাড়কে বলে দিও- আমার সব কষ্ট
উড়িয়ে দিও ওই আকাশে, তবেই আমি বেঁচে যাবো।

আকাশ বলবে- আমারও না ভেতরে ভীষণ কষ্ট
তাইতো গাঢ় কালো মেঘ হয়ে আমি কান্নায় ভেঙ্গে পড়ি তোমাদের জমিনে।

আসলে কেহই কষ্টের ভাগ নিতে চায় না
কষ্টের কথাও কাউকে বলতে নেই
যদি সে কষ্ট পায়!

কষ্ট এমনই!
কষ্ট নিয়েই চলতে হয়
কষ্ট সবার মাঝেই দানা বেঁধে রয়
কেউ বুঝতে দেয়, কেউ দেয় না।

আমি বলি কষ্ট হলো অনেকটা পথ চলার পর
গন্তব্যে পৌঁছানোর মতো;
যেখানে সবকিছুই যুদ্ধ-যুদ্ধ খেলায় জয় করতে হয়।