খবর-বেখবর : ফেরাউনের প্যারিস ভ্রমণ!

খবর-বেখবর : ফেরাউনের প্যারিস ভ্রমণ!

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ফেরাউনের মমি ফ্রান্সে নেওয়ার জন্য মিশর সরকার ১৯৭৪ সালে ফেরাউনের নামে একটি পাসপোর্ট ইস্যু করে। সেখানে ফেরাউনের জন্মসাল দেখানো হয় খ্রিস্টপূর্ব ১৩০৩ আর খ্রিস্টপূর্ব ১২০৭ এ ফেরাউন ৯৬ বছর বয়সে মারা যান। সব থেকে আশ্চর্যজনক কথা হচ্ছে, ফেরাউনের লাশ যখন ফ্রান্সে নেওয়া হয়; বিমান থেকে নামার পর তাঁর লাশকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। কারণ ফেরাউন এক সময় মিশরের রাষ্ট্রপ্রধান ছিলেন। ফ্রান্সের নিয়ম অনুযায়ী, পৃথিবীর প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধানকে এই লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাই মৃত অবস্থায় ফেরাউনও লালগালিচা সংবর্ধনা পেয়েছিলেন।