চিত্রাঙ্কন : সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার...
1.
বাঙালির জাগ্রত গৌরব ও আত্মমর্যাদার মূর্ত প্রতীক হিসেবে দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু। প্রমত্তা পদ্মার দুই পাড় জুড়ে দিলো সেতু, আর সেই সেতুর উপর জাতীয় পতাকা নিয়ে বিজয় উচ্ছ্বাস করছে তারুণ্য। সেতুর এক পাশের আকাশে উঁকি দিচ্ছে ভোরের রক্তিম সূর্য, যেনও তাঁর আলোয় সেতুকে উদ্ভাসিত করে জানান দিচ্ছে এক নবদিগন্তের আহ্বান। সবকিছু ছাপিয়ে সেতুর ঠিক উপরে দেখা যাচ্ছে এই সেতু নির্মাণের মূল কারিগর বাংলাদেশের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রস্থল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মুখচ্ছবি।
‘স্বপ্নের পদ্মা সেতু’র এই সুদৃশ্য চিত্রটি অঙ্কন করেছে বাঙলা কাগজ আয়োজিত মহান স্বাধীনতা দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বরিশালের শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সিনথিয়া আক্তার।