৪ মেরে ৭ উইকেটেই জিতলো কলকাতা

৪ মেরে ৭ উইকেটেই জিতলো কলকাতা

ডন প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক রানের যখন প্রয়োজন, তখন ঠিক চার মেরেই জিতলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর ঠিকই হাতে রাখলো সাত সাতটি উইকেট। ফলে জয়েরকালে কলকাতার স্কোর গিয়ে ঠেকে ১৫৯/৩। এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করতে সমর্থ হয় মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। দলটির পক্ষে ৪২ বলে ৫৫ রান করেন ডি কক। এ ছাড়া রোহিত ৩০ বলে ৩৩, পোলার্ড ১৫ বলে ২১ রান, ইশান কিশান ১৩ বলে ১৪ রান এবং ক্রুনাল পান্ডে করেন ৯ বলে ১২ রান। এক্ষেত্রে কলকাতার বোলিংয়ে লোকি ফার্গুসন এবং প্রাসিড ২ উইকেট করে এবং নারাইন লাভ করেন ১টি উইকেট। বোলিংয়ের ক্ষেত্রে লোকি ফার্গুসন ৪ ওভার করে ২৭ রান দেন আর প্রাসিড দেন ৪ ওভারে ৪৩ রান। এ ছাড়া নারাইন ৪ ওভারে দেন ২০ রান। কলকাতার পক্ষে ব্যাটিংয়ে রাহুল ট্রিপাটি ৪২ বলে করেন ৭৪ রান। আর ভেঙ্কটেশ লায়ের করতে সমর্থ হন ৩০ বলে ৫৩ রান। এ ছাড়া সুবম্যান গিল করেন ৯ বলে ১৩ রান। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিংয়ের ক্ষেত্রে জাসপ্রিত বুমরাহ্‌ একাই লাভ করে তিন তিনটি উইকেট। অবশ্য তিনি ৪ ওভার করে দেন ৪৩ রান।