চাষাবাদে নামছে লঙ্কান সেনাবাহিনী।

চাষাবাদে নামছে লঙ্কান সেনাবাহিনী।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : অর্থনৈতিক মন্দায় ধুঁকতে থাকা শ্রীলঙ্কাকে বাঁচাতে এবার এগিয়ে এলো দেশটির সেনাবাহিনী। ১ হাজার ৫ শ একরের বেশি অনুর্বর বা পরিত্যক্ত রাষ্ট্রীয় জমিতে কৃষিকাজ করবে তাঁরা। খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে ঘাটতি এড়াতে এ পদক্ষেপ বলে জানিয়েছে লঙ্কান সেনাবাহিনী।

ব্রিটেন থেকে ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়েছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি। এই অবস্থায় খাদ্য নিরাপত্তা কর্মসূচির সম্পূরক ও প্রচারের অংশ হিসেবে সেনাবাহিনী বৃহস্পতিবার (১৪ জুলাই) গ্রিন অ্যাগ্রিকালচার স্টেয়ারিং কমিটি (জিএএসসি) প্রতিষ্ঠা করেছে।