জনশুমারি : দেশে দারিদ্র্যের হার কমে ১৮.৭ শতাংশ

জনশুমারি : দেশে দারিদ্র্যের হার কমে ১৮.৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : সরকারি হিসাবে, দেশে দারিদ্র্যের হার কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ( বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ অনুযায়ী, মোট জনংখ্যার ১৮ দশমিক ৭ শতাংশ দরিদ্র।

এর আগে ২০১৬ সালের জরিপে দারিদ্র্যের হার ছিলো ২৪ দশমিক ৩ শতাংশ। ২০২২ সালের জরিপে গ্রামে দারিদ্র্যের হার ২০ দশমিক ৫ শতাংশ এবং শহরে ১৪ দশিমক ৭ শতাংশ। ২০১৬ সালে যা ছিলো যথাক্রমে ২৬ দশমিক ৪ এবং ১৮ দশমিক ৯ শতাংশ।

বুধবার (১২ এপ্রিল) পরিসংখ্যান ভবনে আনুষ্ঠানিকভাবে খানা আয় ও ব্যয় জরিপ প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

জরিপ অনুযায়ী, ২০২২ সালে দেশে অতি দারিদ্রের হার ৫ দশমিক ৬ শতাংশ। ২০১৬ সালের জরিপে যা ছিলো ১২ দশমিক ৯ শতাংশ। 

মানুষের মাথাপিছু মাসিক আয় ও ব্যয় এবং জনপ্রতি ক্যালরি গ্রহণের হারও আগের চেয়ে বেড়েছে বলে বিবিএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

মানুষের মৌলিক চাহিদা মেটানোর ব্যয়ের ভিত্তিতে বিবিএস দারিদ্র্য সীমা নির্ধারণ করে থাকে।