জাপানে ৩ ঘণ্টা বাতি বন্ধ রাখার নির্দেশ।

জাপানে ৩ ঘণ্টা বাতি বন্ধ রাখার নির্দেশ।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৩ কোটি ৭০ লাখ নাগরিককে অতিরিক্ত বাতি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে জাপান সরকার। তাঁরা জনগণকে দিনে ৩ ঘণ্টা বাতি বন্ধ রাখতে এবং সঠিকভাবে এয়ার কন্ডিশন (এসি) ব্যবহারের নির্দেশ দিয়েছে।

তীব্র তাপদাহের মধ্যে জাপান সরকার জনগণকে অপেক্ষাকৃত কম বিদ্যুৎ ব্যবহার করতে বলছে। টোকিওতে এবারের বর্ষাকাল শেষ হওয়ার পর প্রথম তাপমাত্রা ছিলো সহ্যের বাইরে।

এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি বলেন, আমরা জনগণকে সন্ধ্যার শুরুতে বিদ্যুৎ খরচ কমাতে বলি, যখন দেশের রিজার্ভ কমে যায়।

তিনি বলেন, সরকার জনগণকে অপ্রয়োজনীয় বাতি ২৪ ঘণ্টার মধ্যে ৩ ঘণ্টা বন্ধ রাখতে বলেছে। বিকেল ৩টা থেকে বাতি বন্ধ রাখতে বলা হয়েছে। তিনি এসির সঠিক ব্যবহার নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।

অন্যদিকে বলা হচ্ছে, বিদ্যুতের ঘাটতি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাগ্যে আরও খারাপ কিছু বয়ে আনবে। বিদ্যুতের উচ্চমূল্য নিয়ন্ত্রণ না করতে পারাও এর একটি কারণ।  

মন্ত্রণালয় থেকে সতর্ক করে বলা হয়, রিজার্ভ ৩ দশমিক ৭ শতাংশের নিচে নেমে গেছে। ৩ শতাংশের নিচে নেমে গেলে বিদ্যুতের ঘাটতি এবং বিদ্যুৎ না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজধানীর বাসিন্দা আসাকো নারুসে (৫৮) বলেছেন, প্রত্যেক বছর জুলাই এবং আগস্ট মাসে সর্বোচ্চ গরম হয়। কিন্তু এ বছরই প্রথম জুন মাসে এ রকম তাপমাত্রা অনুভব করছি। সত্যিই তাপমাত্রা অতিরিক্ত।