জবি ছাত্রীকে চড় মেরে ছাত্রত্ব গেলো দুজনের।

জবি ছাত্রীকে চড় মেরে ছাত্রত্ব গেলো দুজনের।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; ঢাকা বিশ্ববিদ্যালয় : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে চড় মারার অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় দুই ছাত্রকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বাঙলা কাগজ ও ডনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ওই ছাত্রী ও শাস্তি পাওয়া দুই ছাত্র বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অধ্যয়নরত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘সাময়িক বরখাস্ত হওয়া দুই ছাত্র হলো : মো. খায়রুল ইসলাম (আইডি নম্বর বি-১৮০১০৫০২৬) ও মফিজুল্লা (আইডি নম্বর বি-১৮০১০৫০৫০)। ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ সত্য প্রতীয়মান হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

তিনি বলেন, সাময়িক বরখাস্ত হওয়া দুই ছাত্রকে কেনো স্থায়ী বহিষ্কার করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগপত্র থেকে জানা গেছে, গত ২০ মার্চ তিনি ক্যাম্পাসে ভলিবলের অনুশীলনের জন্য আসেন। তাঁর সঙ্গে ক্লাসের সিআর নিয়ে ঝামেলা ছিলো। বিষয়টি নিয়ে তাঁকে সোহেল, নাইম, খাইরুল ও মফিজুল্লা অপমানজনক কথাবার্তা বলে। পরে তারা ভুক্তভোগী ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ডেকে নেয়। সেখান থেকে ওই ছাত্রী চলে আসার সময় খায়রুল বাজে কথা বলে বাধা দেয় এবং মফিজুল্লা চড় মারে। চড় মারার পর বেশকিছু সময় ওই ছাত্রী অজ্ঞান ছিলেন।