টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার সূর্যকুমার

টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার সূর্যকুমার

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : টানা দ্বিতীয়বারের মতো আইসিসি পুরুষ টি-টোয়েন্টিতে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব। ২০২৩ সালের সেরা হওয়ার লড়াইয়ে সূর্যকুমার পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান ও উগান্ডার আলপেস রামজানিকে।

২০২৩ সালে স্ট্রাইকরেট দেড়শর মতো রেখে প্রায় ৫০ গড়ে ব্যাট করে গেছেন সূর্যকুমার। বছরজুড়ে মিডল অর্ডারে ভারতকে নির্ভরতা দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছেন একাই।

১৭ ইনিংসে ২০২৩ সালে সূর্যকুমারের রান ৭৩৩। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৭ রান দিয়ে শুরু করলেও পরের দুই ইনিংসেই ৫১ ও অপরাজিত ১১২ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। এরপর কিছুদিন ফিফটি বা শতকের দেখা না পেলেও নিয়মিতও ২০ থেকে ৪০ রানের ইনিংস খেলে গেছেন তিনি।

এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও নিজের জাত চেনান তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলেন ৪৪ বলে ৮৩ ও ৪৫ বলে ৬১ রানের ইনিংস। এর মধ্যে আবার অধিনায়কত্বের চাপ তো ছিলোই।

অস্ট্রেলিয়ার বিপক্ষেও সূর্যকুমারের ব্যাট ছিলো খাপ খোলা তলোয়ার। তাঁদের বিপক্ষে ৪২ বলে ৮০ রানের বিস্ফোরক ইনিংস আছে তাঁর। আর বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার। ৩৬ বলে ৫৬ রানের ইনিংস ছাড়াও জোহানেসবার্গে তুলে নিয়েছেন ৫৬ বলের সেঞ্চুরি।