ডিজিটাল নিরাপত্তা আইন ‘বাতিল’

ডিজিটাল নিরাপত্তা আইন ‘বাতিল’

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিলের (পরিবর্তন) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি এখন ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে প্রতিস্থাপিত হবে বলেই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। যেখানে ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা বাতিল হয়ে যাচ্ছে। পাশাপাশি সংশোধন করা হচ্ছে বেশকিছু ধারা। ফলে এটি গণমাধ্যমবান্ধব হবে বলেই জানানো হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। 

গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি দীর্ঘদিন ধরে করে আসছেন সংশ্লিষ্ট সকলেই।