তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী দুদকের হাতে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
দুদকের জনসংযোগ বিভাগ বাঙলার কাগজ ও ডনকে বিষয়টি নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, গোপলগঞ্জের শেখ সায়রা খাতুন মেডিক্যাল কলেজ এবং সিরাজগঞ্জের ক্যাপ্টেন মনসুর আলী মেডিক্যাল কলেজে কেনাকাটায় দুর্নীতির অভিযোগে করা মামলায় আনিসুরকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে কোনও মামলামাল সরবরাহ করা ছাড়াই ৪৩ কোটি ৬৮ লাখ টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।