দূতাবাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ইউনিটির

দূতাবাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ইউনিটির

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; আবদুল্লাহ কাদের, মালদ্বীপ : মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মালদ্বীপে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন প্রবাসী সাংবাদিক ইউনিটির নেতৃবৃন্দ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩অক্টোবর) বেলা ১২টায় বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এ মতবিনিময়কালে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

মালদ্বীপ-বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ইউনিটির নেতৃবৃন্দ এ সময় হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদকে ইউনিটির বিভিন্ন কার্যক্রম অবহিত করেন। এই বছরের শুরুর দিক থেকে এখন পর্যন্ত মালদ্বীপে অনিয়মিত প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের প্রক্রিয়াগুলো প্রবাসীদের সুবিধার্থে বাংলা গণমাধ্যমে প্রকাশিত করায়, এমন উদ্যোগকে নবগঠিত প্রবাসী সাংবাদিক ইউনিটির নেতৃবৃন্দের ভূমিকার প্রশংসা করেন বাংলাদেশ হাইকমিশনার।

সাক্ষাৎকালে মালদ্বীপ-বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ইউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি এমরান হোসাইন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ওমর ফারুক অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল শিকদার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ কাদের, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল আমিন ও রবিউল আলম। 

ইউনিটির নেতৃবৃন্দ হাইকমিশনারের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং এর সমাধান নিয়েও আলোচনা করেন। মালদ্বীপে একটি বাংলাদেশি সরকারি ব্যাংকের শাখা প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা, বাংলাদেশি শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ট্রেনিং সেন্টার খোলা, প্রবাসী বাংলাদেশিদের সার্বক্ষণিক আইনি সহায়তা দেওয়ার জন্য দূতাবাসের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ গ্রহণ, বিপদগ্রস্ত বাংলাদেশিদের যে কোনও সমস্যা সমাধানে সঠিক ও সুন্দরভাবে পরামর্শ দেওয়ার লক্ষ্যে আরও আধুনিকায়ন এবং দক্ষ সেবা নিশ্চিত করা, করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান করাসহ নানা বিষয়ে হাইকমিশনারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান নবগঠিত ইউনিটির সংশ্লিষ্টরা।

হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে খুবই আন্তরিক এবং যৌক্তিক ও সম্ভবপর সমস্যা সমাধানে চেষ্টা করে যাবে। তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতাও প্রত্যাশা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের সম্মান অক্ষুণ্ন রেখে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের জন্য নবগঠিত ইউনিটির প্রবাসী সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। 

এ ছাড়া মালদ্বীপ-বাংলাদেশ দ্বি পাক্ষিক বাণিজ্যিক সু সম্পর্কের কারণে রপ্তানিখাতে মালদ্বীপে বাংলাদেশের লক্ষ্যমাত্রা বিগত কয়েক বছর ধরে অর্জিত হচ্ছে বলেও প্রবাসী সাংবাদিকদের অবহিত করেন।

সবশেষে নবগঠিত সাংবাদিক ইউনিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন হাইকমিশনারের সঙ্গে।