হোলি ও দোল : দেখুন তিথি

হোলি ও দোল : দেখুন তিথি

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বার মাসে তের পার্বণের দেশ- আমাদের এই দেশ। আর আমাদের এই ভারতীয় উপমহাদেশের উৎসব ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এবারের দোল ও হোলিও ব্যতিক্রম নয়। জানুন দোল ও হোলি’র তিথি।

দোল :
দোল পূর্ণিমা ২০২৪’র তিথি- পঞ্চাঙ্গ মতে, দোল পূর্ণিমার তিথি ২৪ তারিখ অর্থাৎ রবিবার পড়ছে। সেইদিনই রয়েছে হোলিকা দহন, যা বাঙালির কাছে ন্যাড়া পোড়ার উৎসব হিসাবে পরিচিত। ২০২৪ সালের দোল পূর্ণিমা পড়ছে ২৪ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিটে। ২৫ মার্চ দুপুর ১২টা ২৯ মিনিটে তাঁর তিথি শেষ হবে। উদয়া তিথি অনুসারে ২৫ মার্চ উদ্‌যাপিত হবে দোল পূর্ণিমা।

২০২৪’র দোল পূর্ণিমা জ্যোতিষমত অনুসারে নানান দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ। দোলের দিন রয়েছে চন্দ্রগ্রহণ। বহু বাড়িতেই দোল উৎসবের দিন পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পুজো করার রীতি রয়েছে।

হোলিকা দহনের কাহিনি : হোলিকা দহন মূলত অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়কে চিহ্নিত করা হয়। এই হোলিকা দহনের নেপথ্যে রয়েছে একটি পৌরাণিক কাহিনি। পূরাণ অনুসারে, রাক্ষসরাজ হিরণ্যকশিপুর অমরত্বলাভের জন্য ব্রহ্মার তপস্যা করেন।

তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাঁকে ৫টি বর দেন। এই ৫টি বর হলো : কোনও মানুষ বা কোনও প্রাণী তাঁকে মারতে পারবেনা, তাঁর মৃত্যু হবে না, দিন বা রাতে, ঘরের ভিতর বা বাইরে তাঁর মৃত্যু হবে না, শস্ত্র দ্বারা কেউ হিরণ্যকশিপুকে মারতে পারবে না।

হোলি :
ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদ্‌যাপিত হয় হোলি। গোটা ভারতীয় উপমহাদেশেই হইচই করে উদ্‌যাপন করা হয় রঙের এই উৎসব। বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংস্কৃতি অনুযায়ী, নানা নামে পালিত হয় হোলি উৎসব। ধর্মীয় রীতিনীতির পালনের পাশাপাশিই হোলিতে চুটিয়ে রঙ খেলে ভারতবাসী। চলতি বছর ২৪ মার্চ শুরু হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। তাহলে হোলির ছুটি কবে? ২৪ না ২৫ মার্চ?

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরের হোলি ২৫ মার্চ। যদিও ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি পড়ে যাচ্ছে ২৪ মার্চ থেকেই। ওইদিন রাতে হোলিয়া দহন পালন করা হবে। এই রীতি পালনের মধ্য দিয়েই রঙের উৎসব শুরু হয়। সোমবার (২৫ মার্চ) হোলি খেলায় মাতবে মানবজাতি।