নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক।

নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; হেলাল উদ্দিন সরকার, ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনটে নদী ভাঙ্গন কবলিত এলাকার জনসাধারণের জন্য প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ধুনট শেরপুরের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান এসব চেক বিতরণ করেন। এ সময় তিনি প্রতি চেকে ২৫ হাজার টাকা করে ৫০ জন এবং ৬০ হাজার টাকা করে ৬ জনকে অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪৫টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৭ লাখ ৭৫ হাজার টাকার অনুদানের চেক সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের ইছামতী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিতরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। 

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মহসীন আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, রেজাউল করিম রেজা, রেজাউল করিম তালুকদার দুলাল, শরিফুল ইসলাম খাঁন শরিফ, আফছার আলী, আনিসুর রহমান, সিরাজুল হক লিটন, এম এ তারেক হেলাল, শফিকুল ইসলাম চাঁন, মাইদুল ইসলাম রনি, ছাত্রলীগ নেতা জাকারিয়া খন্দকার সুজন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম প্রমুখ। 

উল্লেখ করা যেতে পারে, নদীভাঙ্গন কবলিত এলাকা হিসেবে ভান্ডারবাড়ি ইউনিয়ন এলাকার বৈশাখী গ্রামের ভুক্তভোগীদের মাঝে এসব চেক বিতরণ করা হয়।